অপারেশন টেবিলে প্রসূতির মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ০৮:২৭ পিএম

ছবি: প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় অপারেশন টেবিলেই শাবানা বেগম (২৫) নামের এক প্রসুতির মৃত্যু হয়েছে। তবে নবজাতক শিশু সন্তান ভালো আছে। ঘটনার পর স্থানীয় জনতা ও থানা পুলিশ ক্লিনিকটি ঘিরে রেখেছেন। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত আল মাহাদী ইসলামী হাসপাতালে এ ঘটনা ঘটে।
শবানা বেগম জেলার দুর্গাপুর উপজেলার পালসা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। তাকে বুধবার বিকেলে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় তার সিজারিয়ান অপারেশন করা হয়।
জানা গেছে, শাবানা বেগমের প্রসব ব্যথা উঠলে তাকে উপজেলা সদরে অবস্থিত আল মাহাদী ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় ডা. ফয়সাল শাহনেওয়াজ নামের এক চিকিৎসক তার সিজারিয়ান অপারেশন করেন। এ সময় একটি ছেলে সন্তান জন্ম নেয়। পরে অপারেশন টেবিলেই শাবানা বেগমের মৃত্যু হয়।
খবর পেয়ে পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহেদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ক্লিনিক মালিক ও ডাক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন।