শহীদ রফিক সেতুর টোল বন্ধের দাবিতে ভাঙচুর-অগ্নিসংযোগ

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম

ছবি: ভোরের কাগজ
মানিকগঞ্জের সিংগাইর ও সাভারের সংযোগস্থলে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত শহীদ রফিক সেতুর টোল আদায় বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনসাধারণ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিক্ষোভ ও সমাবেশ শুরু হয়। টোল বন্ধের দাবিতে তৌহিদী জনতা ও ইসলামী আন্দোলনের ব্যানারে হাজারো মানুষ টোল প্লাজার সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে।
বিক্ষোভকারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়, ফলে সড়কে প্রায় দেড় ঘণ্টা যানজট লেগে থাকে। বিক্ষোভ চলাকালে টোল প্লাজার ৪টি অফিস ভাঙচুর করা হয় এবং একাধিক স্থানে অগ্নিসংযোগ করা হয়। তবে অ্যাম্বুলেন্স এবং বিমানবন্দরের যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়।
বিক্ষোভের নেতৃত্ব দেন টোল বন্ধ আন্দোলনের সমন্বয়ক ইঞ্জিনিয়ার আবু সায়েম। তিনি বলেন, ২৪ বছর ধরে শহীদ রফিক সেতুতে টোল আদায় চলছে। এর মধ্যেই সেতুর নির্মাণ ব্যয়ের চেয়ে ১২ গুণ বেশি অর্থ আদায় করা হয়েছে। অথচ সাভার ও কেরানীগঞ্জের অন্য দুটি সেতুতে কোনো টোল নেই। টোল আদায়ের নামে এই চাঁদাবাজি বন্ধ করতে হবে।
প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক শেখ সালাউদ্দিন, সিংগাইর উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এবং মানিকগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর ফারুক। বক্তারা সরকারকে দ্রুত টোল আদায় বন্ধের দাবি জানান এবং প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
পরে দুপুর সাড়ে বারোটায় সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।
আরো পড়ুন: দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রসঙ্গত, ২০০০ সালের ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা শহীদ রফিক সেতুটি উদ্বোধন করেন। এর পর থেকে বিভিন্ন সময় টোল আদায় বন্ধের দাবি উঠলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।