×

সারাদেশ

সিংগাইরে মিজান মেম্বারের অভিনব ডিগবাজি!

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম

সিংগাইরে মিজান মেম্বারের অভিনব ডিগবাজি!

ছবি: সংগৃহীত

   

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার মো. মিজানুর রহমান। সে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের আশীর্বাদপুষ্ট বলে সবাই যানে। অনেকেই তাকে মমতাজের কথিত পালক ছেলে বলে অভিহিত করে থাকে। বর্তমানে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের সঙ্গেই সমন্বয় করে চলছেন মিজান। মিজানের বিতর্কিত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান নিয়ে ধল্লা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, মিজান ধল্লা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদে রয়েছেন। তাকে নিয়ে শুরু থেকেই নানা সমালোচনা ছিল। তবে সাম্প্রতিক সময়ে তার বড় বোন সালেহা জাহানের মুক্তিযোদ্ধা বানানোর নামে টাকা আত্মসাতের ঘটনা ফাঁস হওয়ায় সমালোচনায় পরেন তিনি। তার বোনের বিতর্কিত এমন সব কর্মকাণ্ড স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মিজানের বিরোধ আরো বাড়িয়ে তুলেছে।

গত ৫ আগস্ট, মিজান বিএনপির কর্মীদের হাতে মার খাওয়ার ঘটনার পর তা চাঞ্চল্যের সৃষ্টি করে। এরপর থেকেই তিনি বিএনপির একটি গ্রুপের সাথে মিশে ব্যক্তিগত আক্রোশ মেটাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর চড়াও হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মিজানকে দেখা গেছে ধল্লা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খানের অফিসে লুটপাট ও অগ্নিসংযোগে নেতৃত্ব দিতে। এমনকি ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলামের ব্যক্তিগত অফিসেও হামলা চালিয়েছে তার লোকজন।

মিজানের এসব কর্মকাণ্ডে স্থানীয় সাধারণ মানুষ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরাও ক্ষুব্ধ। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে মিজান পত্রিকার সম্পাদককে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন এবং হুমকি দিয়েছেন, যা নিয়ে সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ধল্লার রাজনীতিতে মিজানের এই ডিগবাজি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের নেতাকর্মীরাই ক্ষোভ প্রকাশ করেছেন। এক ফেসবুক পোস্টে বাস্তা গ্রামের মো. রমজান আলী লিখেছেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কিভাবে বিএনপিতে গিয়ে রাজনীতি করে, সেটা আমার মাথায় ঢোকে না! তার এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান বলেন, আমরা জানি কিছু সুযোগসন্ধানী লোক বিএনপিতে ঢুকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। আমরা তাদের বিষয়ে সতর্ক আছি। খুব শীঘ্রই এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন, মিজান মেম্বার দুই দলের মধ্যেই সংঘাত লাগানোর চেষ্টা করছে। ধল্লা ইউনিয়নে কোনো বড় ধরনের সংঘর্ষ না হলেও, তার এমন সব বিতর্কিত কর্মকাণ্ডে তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছে।

আরো পড়ুন: আশুলিয়ায় লাশ পোড়ানোয় ‘জড়িত’ আরাফাত গ্রেপ্তার

এদিকে, মিজান মেম্বারের বিরুদ্ধে তার নিজের এলাকায় নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। এক নারীর থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত হলেও, মমতাজ বেগমের নাম ভাঙিয়ে বিষয়টি ধামাচাপা দেয়া হয়েছে বলে জানা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App