গাজীপুর রিসোর্টে নারীকাণ্ড: সাবেক এসপি ও পুলিশের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম

ছবি: সংগৃহীত
গাজীপুরের জয়দেবপুরে এক কলেজছাত্রী ৫ পুলিশ কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করার আবেদন করেছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি ওই অভিযোগ দেন। বিচারক মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
অভিযোগের মধ্যে রয়েছেন গাজীপুরের জয়দেবপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. মিজানুর রহমান, সাবেক পুলিশ সুপার কাজী সফিকুল আলম, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিবি দেলাওয়ার হোসেন এবং পুলিশ সুপার কার্যালয়ের স্টেনোগ্রাফার মো. আব্দুল করিম।
এ অভিযোগের পেছনের ঘটনা জানালে কলেজছাত্রী বলেন, ১৭ জানুয়ারি রাতে তার ফোন পেয়ে গোয়েন্দা পুলিশ তাকে একটি রিসোর্ট থেকে উদ্ধার করে। কিন্তু পরে সাবেক এসপি কাজী সফিকুল আলম এবং ডিবি পুলিশের ওসি দেলাওয়ার হোসেনের পরামর্শে তাকে মিজানুর রহমানের সঙ্গে বিয়ে দেয়া হয়। কিন্তু বিয়ের পর তিনি তার সঙ্গে একদিনও সংসার করেননি এবং গত এপ্রিলে গোপনে তালাক দেন।
গাজীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে কলেজছাত্রী বলেন, আমি পুলিশ সুপারের কাছে আমার সব কথা খুলে বলেছিলাম। তিনি আমাকে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি আমাকে মিজানের সঙ্গে বিয়ে দিয়ে ধর্ষণ মামলা থেকে রক্ষা করলেন।
আরো পড়ুন: পদ্মায় টুস করে খালেদা-ইউনূসকে ফেলে চুবানোর হুমকি, শেখ হাসিনার নামে মামলা
মিজানুর রহমান দাবি করেছেন, আমি বিয়ে করেছি, কিন্তু বনিবনা না হওয়ায় এপ্রিল মাসে আইন মেনে তালাক দিয়েছি। অন্যদিকে, সাবেক এসপি কাজী সফিকুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।