চট্টগ্রাম থেকে ওমানগামী উড়োজাহাজের ভারতে জরুরি অবতরণ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:১১ এএম

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম থেকে ওমানগামী সালাম এয়ারের একটি উড়োজাহাজ গতকাল ভারতীয় নগরী নাগপুরে জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটির একজন বাংলাদেশি যাত্রী অসুস্থ হয়ে পড়ায় এই জরুরি অবতরণের প্রয়োজনীয়তা দেখা দেয়।
নাগপুরের কিমস কিংসওয়ে হাসপাতালের মহাব্যবস্থাপক (যোগাযোগ) এজাজ শামি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাঝ আকাশে মোহাম্মদ খায়ের (৩৩) নামের এক যাত্রীর দুবার খিঁচুনি হয়। এ অবস্থায় ফ্লাইটের ক্রু সদস্যরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং জরুরি চিকিৎসা সহায়তার জন্য আবেদন জানান।
এরপর উড়োজাহাজটি নাগপুর বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে। নাগপুর হাসপাতালের জরুরি বিভাগের কনসালট্যান্ট রুপেশ বোকাডের নেতৃত্বে একটি মেডিকেল টিম দ্রুত সেখানে উপস্থিত হয়।
মোহাম্মদ খায়েরকে তৎক্ষণাৎ কিমস কিংসওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
আরো পড়ুন: ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ
এজাজ শামি আরো জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে খায়েরের অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তিনি যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।