×

সারাদেশ

সেতুর অভাবে দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম

সেতুর অভাবে দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

গত রবিবার একটি সিএনজি চালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে ব্রিজ ভেঙে পানিতে পড়ে যায়।

   

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উত্তর পাইকপাড়া ইউনিয়নের পূর্ব ভাওয়াল তালুকদার বাড়ি এলাকায় একটি সেতুর অভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে ১৫ গ্রামের কয়েক হাজার মানুষকে। দীর্ঘদিন ধরে একটি ব্রিজের দাবি জানিয়ে আসছে ভুক্তভোগীরা। তবু কোনো সুফল পাননি তারা। 

জানা গেছে, প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে এই ব্রিজ দিয়ে। স্কুল কলেজ মাদ্রাসা এতিমখানার শিক্ষার্থীরা এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। সেতু নির্মাণ না হওয়ায় এতে বেশি করে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শিশু ও বয়স্কদের।

দীর্ঘদিন ধরেই এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে ও নিজেদের অর্থায়নে কাঠ ও বাঁশ দিয়ে একটি সেতু নির্মাণ করলেও বর্ষা মৌসুমে জরাজীর্ণতায় ওই সেতু ভেঙে যানবাহন ও শিক্ষকসহ প্রতিনিয়তই পানিতে পড়ে বই খাতা ভিজে চরম দুর্ঘটনা ঘটেছে বলেও জানান ভুক্তভোগীরা।  

এরমধ্যে গত রবিবার একটি সিএনজি চালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে ব্রিজ ভেঙে পানিতে পড়ে যায়। এতে ব্রিজ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এবং সিএনজিটি সহ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়। দুইজন যাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এভাবে বছরের পর বছর কাঠবাশঁ দিয়ে সেতু তৈরী করে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় সর্বস্তরের মানুষকে। দীর্ঘ দিন এভাবে চলতে থাকলেও সংশ্লিষ্টদের নজরদারী না থাকায় সেতু নির্মাণে কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। একটি সেতুই পারে ঐ এলাকার হাজারো মানুষের চরম ভোগান্তি দূর করতে। 

ভুক্তভোগী জানান, নির্বাচনের সময় আসলেই চেয়ারম্যান, মেম্বার প্রতিশ্রুতি দেয় রাস্তা ও সেতুটি নির্মাণ করে দিবে। কিন্তু নির্বাচন হওয়ার পর আর সেই কথা মনে থাকে না। আজও সেই সেতু ও রাস্তা  নির্মাণ হয়নি। এছাড়াও পাশবর্তী কাঁশারা গ্রাম হতে পূর্ব ভাওয়াল তালুকদার বাড়ী এলাকায় কাঁচা সড়কের বেহাল দশায় দুর্ভোগে পোহাতে হচ্ছে স্থানীয়দের।

এই বিষয়ে ইউপি সদস্য শামীম ব্যাপারী বলেন, পূর্ব ভাওয়াল এটি একটি জনবহুল সড়ক। জরাজীর্ণ এ সেতু দিয়ে ঐ এলাকার স্কুল, মাদ্রাসার শিক্ষার্থী, মসজিদ ও ঈদগাহের মুসল্লিরা যাতায়াত করে। এতে সড়কটি সংস্কার সহ একটি সেতু নির্মাণে ইতিপূর্বে উপজেলা পিআইও এর মাধ্যমে দুর্যোগ মন্ত্রণালয়ে একটি আবেদন পাঠানো হয়েছে। সড়ক সংস্কার সহ একটি সেতু নির্মাণ করে এলাকাসীর চলাচলে দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App