ভারতীয় পণ্য বর্জনের দাবি গণঅধিকার পরিষদের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম

ছবি: ভোরের কাগজ
বাংলাদেশে পোশাক শিল্পসহ অন্যান্য শিল্পে ভারতীয় কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণের দাবিতে র্যালি ও মতবিনিময় সভা করেছে গণঅধিকার পরিষদ। ঢাকার সাভারে ‘ভারত খেদাও, বাংলাদেশ বাঁচাও’ শ্লোগানকে সামনে রেখে ভারতীয় পণ্য বর্জন ও গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে এটি আয়োজন করা হয়।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সাভার বাজার রোডে র্যালি শেষে স্থানীয় একটি অডিটোরিয়ামে ঢাকা জেলা শাখার নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোহম্মদ ফারুক হাসান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের ঢাকা জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক। সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহম্মদ সাইদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন, গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার যোয়াই চিং সং চাক, গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ।
এছাড়া ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব তামিম আজাদ, গণঅধিকার পরিষদের ঢাকা জেলা শাখার সদস্য সচিব সানোয়ার কবিরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।