বেড়া উপজেলা পরিষদ উপ নির্বাচনের তফসিল ঘোষণা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ০৫:৫০ পিএম

পাবনার বেড়া উপজেলা পরিষদ
পাবনার বেড়া উপজেলা পরিষদের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী বেড়া উপজেলা পরিষদ উপ-নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ রবিবার ১৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৭ নভেম্বর মঙ্গলবার ।
আপিল দাখিলের শেষ তারিখ ১৮ ও ২০ নভেম্বর। আপিল নিষ্পত্তির শেষ তারিখ ২১-২২ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর সোমবার। প্রার্থীদের প্রতীক বরাদ্দ মঙ্গলবার ২৪ নভেম্বর। ভোট গ্রহণ ১০ ডিসেম্বর, সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চলবে।
মঙ্গলবার (৩ নভেম্বর ) বেড়া উপজেলা পরিষদের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশনার। এ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের প্রায় ২ ডজন মনোনয়ন প্রত্যাশী মাঠে রয়েছে।