×

সারাদেশ

১ হাজার ২০০ বেকার যুবককে চাকরি দিলো দুই প্রতিষ্ঠান

Icon

মজিদ কাজল, গঙ্গাচড়া (রংপুর)

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫১ পিএম

১ হাজার ২০০ বেকার যুবককে চাকরি দিলো দুই প্রতিষ্ঠান

ছবি: ভোরের কাগজ

   

রংপুর, লালমনিরহাট ও নিলফামারী জেলার ১ হাজার ২০০ জন বেকার যুবককে বিভিন্ন পদে চাকরি দিয়েছে স্টেডফাস্ট ও ফাস্ট পাওয়ার টেক।   ‘স্টেডফাস্টের লক্ষ্য, গঙ্গাচড়া হবে বেকারত্বমুক্ত’-এ স্লোগানকে সামনে রেখে শনিবার (২১ সেপ্টেম্বর) জব ফেয়ার অনুষ্ঠানে তাদের নিয়োগ দেয় কর্তৃপক্ষ। 

টিম জিয়ন আয়োজিত রংপুর অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভা ও জব ফেয়া শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগরীর বুড়িরহাট আনন্দলোক ডিগ্রী মহাবিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়রাসহ রংপুর, নীলফামারী ও লালমনিরহাট জেলার আড়াই হাজার চাকরি প্রার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজক টিম জিয়নের প্রতিষ্ঠাতা কেএম রিদওয়ানুল বারী জিওন বলেন, আমরা (উদ্যোক্তারা) বেকার সমস্যা দূর করতে তরুণদের কাজে লাগাতে পারি। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এছাড়াও আমার প্রতিষ্ঠান নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেও এই অঞ্চলে কলকারখানা তৈরির কথা ভাবছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনে স্থানীয় কাউন্সিলর চঞ্চল মাহমুদ, সাংবাদিক আবদুল মজিদ ও মিজানুর রহমান লুলুসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।

রংপুরের নবীন ও সফল উদ্যোক্তা স্টেডফাস্ট কুরিয়ার ও ফাস্ট পাওয়ার টেক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রিদওয়ানুল বারী জিওন বলেন, আমার প্রতিষ্ঠান পঞ্চম শ্রেণি পাস হতে স্নাতোকোত্তর পাস পর্যন্ত শিক্ষিত বেকারদের চাকরির ব্যবস্থা করছে।

‘স্টেডফাস্টের লক্ষ্য, গঙ্গাচড়া হবে বেকারত্বমুক্ত’-এ স্লোগানকে সামনে রেখে শনিবার (২১ সেপ্টেম্বর) জব ফেয়ার অনুষ্ঠানে স্টেডফাস্ট ও ফাস্ট পাওয়ার টেক-এর বিভিন্ন পদে রংপুর, লালমনিরহাট ও নিলফামারী জেলার ১ হাজার ২০০ জন বেকার যুবককে চাকরির নিয়োগ প্রদান করলেন কর্তৃপক্ষ। 

জব ফেয়ারে তিন জেলা থেকে প্রায় আড়াই হাজার চাকরি প্রার্থী অংশ নেয়। এসময় চাকরি প্রার্থীদের কাগজ-পত্র যাচাই-বাছাই করে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদের যোগ্যতা অনুযায়ী নিয়োগ দেয়া হয়। শর্থহীন ও ঝামেলাহীনভাবে চাকরি পাওয়ায় বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেয়ে ভীষণ আনন্দিত উপস্থিত শিক্ষিত বেকার যুবকরা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App