×

সারাদেশ

মহিলা লীগ নেত্রীর অডিও ফাঁস, বেরিয়ে এলো আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কুকর্ম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩০ পিএম

মহিলা লীগ নেত্রীর অডিও ফাঁস, বেরিয়ে এলো আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কুকর্ম

উম্মে হানি সেতু। ছবি। সংগৃহীত

   

ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহ-সভাপতি উম্মে হানি সেতু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি রেকর্ড ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। সেই রেকর্ডে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। সেতু অভিযোগ করেন, কেন্দ্রীয় নেতারা ক্ষমতা থাকাকালীন সময় নায়িকাদের সঙ্গে অসামাজিক কাজকর্মে লিপ্ত হতেন এবং নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত অপমানজনক।

সেতু অভিযোগ করে বলেন, দলের নেতাদের কৃপাদৃষ্টি পেতে অনেক নারী বিশেষ সুবিধা পেতেন, যেখানে তিনি তাদের মতো সুবিধা পাননি। সুন্দরী হওয়া সত্ত্বেও নেতাদের সঙ্গে তিনি আপোষ না করায় দল তাকে ভালো পদ দেয়নি। তিনি বলেন, ‘যে নারীদের শরীরে হাত দিতে পারতেন, তাদেরকেই ভালো জায়গা দিতেন নেতারা।’

এই রেকর্ডে উম্মে হানি সেতুকে বলতে শোনা যায়, দলের নেতৃত্বে থেকে তিনি ভালো পদ না পাওয়ার ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন যে যারা নেতাদের ঘনিষ্ঠ ছিলেন তারা মামলা এড়িয়ে গেছেন, কিন্তু যারা আপোষ করেননি, তাদের বিরুদ্ধেই মামলা হয়েছে। নিজের বিরুদ্ধে ৩টি মামলা হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানান।

সেতু বলেন, ‘আমি ও আমার মতো কয়েকজন নারী নেত্রীরা মামলা খেয়েছি, কিন্তু যারা নেতাদের সান্নিধ্যে ছিল তাদের কিছুই হয়নি। আমার ১৬ মাসের বাচ্চা আছে, তাকে ছেড়ে এখন ঢাকায় আর চট্টগ্রামে ছুটছি। অথচ দলের কেউ আমার খবরও নেয় না।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপে এ রেকর্ডটি প্রথমে শেয়ার করা হয়, পরে তা গ্রুপের বাইরে ছড়িয়ে পড়ে। রেকর্ডটি নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও সেতু জানিয়েছেন, তিনি কোনো বক্তব্য দেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দেন।

আরো পড়ুন: মহিলা লীগ নেত্রীর কল রেকর্ড ফাঁস, ব্রাহ্মণবাড়িয়ায় তোলপাড়

সোশ্যাল মিডিয়ায় উম্মে হানি সেতুর এই রেকর্ড ভাইরাল হওয়ার পর দলের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App