×

সারাদেশ

লালমনিরহাটে স্থানীয় রাজনীতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম

লালমনিরহাটে স্থানীয় রাজনীতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সভা

ছবি: সংগৃহীত

   

লালমনিরহাটের আদিতমারীতে সাবেক জাপা সংসদ সদস্য প্রয়াত মজিবর রহমানের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল (অব,) শামীম কামালের স্থানীয় রাজনীতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষায়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার ২৩ (সেপ্টেম্বর) সকাল ১১ টায় আদিতমারী উপজেলার সোনালী ব্যাংক শাখার নীচ তলায় এ সভা হয়। 

সংবাদ সন্মেলনের মূল বক্তব্য রাখেন ব্রিগিডিয়ার (অব.) শামীম কামাল। নিজের আলোচনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আত্মাহুতি দিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সংবাদ সম্মেলনে শুরু করেন এবং আলোচনায় তিনি অন্তবর্তীকালীন সরকারের বর্তমান কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। 

শামীম কামাল বলেন, আমার বাবা দীর্ঘ ৩৫ বছরের নির্বাচিত সংসদ সসদ্য ছিলেন। তিনি জীবনে আদিতমারী কালীগঞ্জ উপজেলার সাধারণ মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছে গেছেন। নিজের জন্য কোনও কিছুই করেন নাই। আমি উত্তরসূরী হিসেবে আমার বাবা যে দল থেকে নির্বাচিত হয়ে এসেছেন আমিও সেই দল থেকেই নির্বাচন করতে চাই।

সাংবাদিকের প্রশ্ন উত্তর পর্বে ভোরের কাগজ সাংবাদিক রবিউল ইসলাম বাবুলের প্রশ্নে উত্তরে তিনি বলেন, আমি তিস্তার ভাঙ্গন রোধে প্রয় ৫০ কোটি টাকা বরাদ্দ এনে দিয়েছি। যাতে মহিখোঁচার তিস্তা পাড়ের মানুষের জীবন যাত্রার মান উন্নায়ন ও নদীভাঙ্গন রোধ হয়। আমি নির্বাচিত হলে আদিতমারী কালীগঞ্জ উপজেলার সাধারণ মানুষের জন্য শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের জীবন যাত্রার মান উন্নায়নে কাজ করবো। 

পরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন উত্তরের পর্বের আলোচনায় সাংবাদিক খোরশেদ আলম সাগর বাংলা নিউজ ,সুলতান হোসেন ঈত্তেফাক, আহমেদুর রহমান মুকুল সাবেক সাধারণ সম্পাদক প্রেসক্লাব লালমনিরহাট, যুগের আলোসহ বেশ কিছু সাংবাদিকের প্রশ্নের  উত্তর দেন শামীম কামাল। 

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাদের মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করে তিনি বলেন, আমি নির্বাচিত হলে আদিতমারী কালীগঞ্জ উপজেলার মানুষে উন্নায়ন কল্পে  শিল্পকল কারখানা নির্মাণ করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এই অবহেলীত লালমনিরহাট বাসিকে food security (মঙ্গার ) হাত থেকে রক্ষায় কাজ করে যাবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App