সুনামগঞ্জের দুর্গম হাওরাঞ্চলের পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপারের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ পিএম

ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দুর্গম হাওরাঞ্চল খ্যাত ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান। বুধবার (২৫ সেপ্টেম্বর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার দুই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা প্রস্তুত ও নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এসময় ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের চৌধুরীবাড়ি পূজামণ্ডপ ও কামলাবাজ মহামায়া সংঘ সার্বজনীন পূজামণ্ডপ এবং মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার সার্বজনীন দূর্গা মন্দির, বড়বাড়ি সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান। দুর্গম হাওরাঞ্চলের দুই উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজ খবর নেন।
এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকির হোসাইন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক, মধ্যনগর থানার ওসি সজীব রহমানসহ দুই উপজেলার উদযাপন পরিষদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।