সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম

ছবি: ভোরের কাগজ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার এবি ব্যাংকের এক উপশাখা ব্যবস্থাপকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার পৌরএলাকার ১নং ওয়ার্ডের কাহারতা গ্রামে নিহত রায়হানের বোনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন: স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর
নিহতের স্বজনরা জানান, রায়হান গতকাল স্ব-পরিবারে বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। রায়হান সকালে অফিসের যাওয়ার জন্য গোসল করার উদ্দেশে পানির পাম্পের ভেজা সুইচে হাত দিলে শরীর বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত রায়হান উপজেলার পাহাড়কাঞ্চনপুর এলাকার মো. নূরু মিয়ার ছেলে। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে সখীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন, কারো কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।