মেহেরপুর সীমান্তে ৩৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬ পিএম

ছবি: সংগৃহীত
মেহেরপুর সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ রাহিব ওরফে রাকিব (৩৫) নামের এক মাদক পাচারকারী কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প।
র্যাব-১২ এর গাংনী ক্যাম্পের কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. এনামুল হকের নেতৃত্বে একটি টিম ২৬ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১১ টার সময় গাংনী উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ রাকিবকে আটক করেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় গাংনীস্থ র্যাব ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান র্যাব কমান্ডার মো. এনামুল হক। আটক রাকিব গাংনী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের মো. আক্তারুল ইসলামের ছেলে।
র্যাব ১২ এর মেহেরপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩ এর গাংনী ক্যাম্পের কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাবের একটি টিম রাকিবের বাড়িটি ঘিরে ফেলে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ির বিভিন্ন রুমে, উঠানে ও অন্যান্য স্থান থেকে ২৬ টি প্যাকেটে মোড়ানো গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। এসময় তার ঘর থেকে দেশীয় তৈরি দুটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য ধরা হয়েছে ১০ লাখ ৮০ হাজার টাকা।
আরো পড়ুন: সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে কারাগারে প্রেরণ
র্যাব কমান্ডার বলেন, আমাদের কাছে খবর এসেছিল ভারতীয় সীমান্তের তারকাটা পার হয়ে গাঁজার একটি বড় চালান বাংলাদেশ সীমান্তের লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের রাকিবের বাড়িতে মজুত করা হয়েছে। সেখান থেকে এই চালানটি তাদের বহনকারীদের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করা হবে।
তিনি বলেন, গাঁজার এই বড় চালানটির সাথে অনেক রাঘব বোয়াল জড়িত আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নাম পাওয়া গেছে। যা এখনি বলা যাবেনা। এই চালানের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাবের টিম কাজ শুরু করেছেন।
গাঁজা উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে আসামি রাকিবকে গাংনী থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য গাংনীতে র্যাব ক্যাম্প প্রতিষ্ঠা হওয়ার পর ছোটখাটো গাঁজা উদ্ধারের ঘটনা থাকলেও এটা গাঁজা উদ্ধারের সর্বোচ্চ ঘটনা।