×

সারাদেশ

দেড়যুগ ধরে মেঘনার নৌপথে চাঁদাবাজি, বন্ধে ব্যর্থ কর্তৃপক্ষ

Icon

মেঘনা (কুমিল্লা) থেকে

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫২ পিএম

দেড়যুগ ধরে মেঘনার নৌপথে চাঁদাবাজি, বন্ধে ব্যর্থ কর্তৃপক্ষ

ছবি: সংগৃহীত

   

কুমিল্লার মেঘনা উপজেলার পাড়ারবন্দ, কাঠালিয়া, শেখেরগাঁও, রামপ্রসাদেরচর ও চালিভাঙ্গাসহ বিভিন্ন এলাকায় প্রায় দেড়যুগ ধরে অবৈধভাবে একটি মহল নৌপথে চাঁদাবাজি করে আসছে। এই চাঁদাবাজি বন্ধে স্থানীয় প্রশাসনের গড়িমসি ও কার্যকর পদক্ষেপের অভাব দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, চাঁদাবাজরা নদীপথ দিয়ে চলাচলরত বাল্কহেড, মালবাহী ইঞ্জিনচালিত নৌকা ও জেলেদের থেকে ১ হাজার থেকে ৩ হাজার ৮০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে, যা এখন একটি নিয়মিত কার্যক্রমে পরিণত হয়েছে। চাঁদাবাজির ভয়ে ভুক্তভোগীরা তাদের নাম প্রকাশ করতে চান না।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে তুলাতুলী বাজারের ঘাট থেকে বৈদ্যেরবাজার ঘাট হয়ে ঢাকা যাচ্ছিলেন ইমরান ভূইয়া নামের এক পথযাত্রী। তিনি দুই স্থানে চাঁদাবাজি চলতে দেখে মেঘনার প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। ইমরান জানান, তিনি রামপ্রসাদেরচর এলাকায় স্পিডবোট দিয়ে বাল্কহেড থেকে এবং নলচর এলাকায় স্টিলের ছোট ইঞ্জিন চালিত নৌকা দিয়ে চাঁদা আদায় করতে দেখেছেন।

স্থানীয় সূত্র জানায়, ইঞ্জিনচালিত নৌকা বা স্পিডবোট ব্যবহার করে নৌযান থেকে চাঁদা আদায় করছে চাঁদাবাজদের নিয়োজিত লোকজন। তারা নৌপথে চাঁদাবাজি চালিয়ে আসছে প্রতিদিনের মজুরি ভিত্তিতে। চাঁদা না দিলে নৌযান শ্রমিকদের মারপিট ও মালামাল লুট করার অভিযোগও রয়েছে। এর ফলে শ্রমিকরা জীবনের নিরাপত্তার কথা ভেবে নিয়মিত চাঁদা দিতে বাধ্য হচ্ছেন।

এদিকে, চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজামগীর হোসাইন জানিয়েছেন, তিনি এ মাসের ২৩ তারিখে ফাঁড়িতে যোগদান করেছেন। তিনি জানান, নৌপথে চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রম চলতে দেয়া হবে না। স্থানীয় বাসিন্দাদের ও সাংবাদিকদের সঠিক তথ্য দিতে অনুরোধ করেন তিনি।

আরো পড়ুন: মনপুরায় মা ইলিশ ধরা বন্ধে সভা

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস ভোরের কাগজকে বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মেঘনার নৌপথের চাঁদাবাজি বন্ধের বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি আশ্বাস দেন, খুব শিগগিরই এ বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App