নাসিরনগরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম

ছবি: ভোরের কাগজ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা প্রশাসনিক ভবনের মিলনায়তনে কেক কেটে দিবসটির শুভ উদ্বোধন করা হয়।
‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাঈন উদ্দিন আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক আক্তার হোসেন ভূঁইয়া এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস।
আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের সুরক্ষা, শিক্ষা ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজে কন্যা শিশুদের সমান সুযোগ নিশ্চিত করা হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। উপস্থিত শিক্ষার্থী ও অন্যান্য অতিথিরা দিনটিকে উদযাপন করে কন্যা শিশুদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা গ্রহণ করেন।
আরো পড়ুন: দেড়যুগ ধরে মেঘনার নৌপথে চাঁদাবাজি, বন্ধে ব্যর্থ কর্তৃপক্ষ
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা।