নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণের দাবি

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম

ছবি: ভোরের কাগজ
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বৈষম্য দূরীকরণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় সাড়ে ৩ শতাধিক কর্মকর্তা-কর্মচারী এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে তারা অভিন্ন চাকরী বিধি বাস্তবায়ন, নিম্নমানের মালামালের সরবরাহ বন্ধ করা, লোকবলের স্বল্পতা দূর করা এবং চুক্তিভিত্তিক লাইন শ্রমিকদের স্থায়ী নিয়োগের দাবি জানান। এছাড়াও, সরকার নির্ধারিত ভাতাসমূহ যেমন যাতায়াত ভাতা, ওভারটাইম ভাতা ও টিফিন ভাতা প্রদান করার দাবি তুলে ধরেন তারা।
পরে, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের কাছে তাদের দাবিনামা স্মারকলিপি আকারে তুলে দেন। এ সময় মুন্সিগঞ্জ সদর প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক, লৌহজং প্রকৌশলী নিশীথ কুমার, টঙ্গীবাড়ি প্রকৌশলী নুরুল আলম ভূঁইয়া, এজিএম জাকির হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ভেসাল জাল
এই কর্মসূচির মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও টেকসই বিদ্যুৎ সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।