গোয়ালন্দে সুশীল কুমার সরকার হত্যা মামলায় গ্রেপ্তার ৪

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১১:৩৩ পিএম

ছবি: ভোরের কাগজ
রাজবাড়ীর গোয়ালন্দে সুশীল কুমার সরকারকে হত্যায় জড়িত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে ডিবির একটি দল। বুধবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের বাসিন্দা এবং সর্বহারা দলের সদস্য ও চরমপন্থী তোফাজ্জেল শেখ তোফা, একই গ্রামের সর্বহারা দলের সদস্য ও চরমপন্থী মো. লোকমান শেখ, উপজেলার উত্তর চর পাচুরিয়া গ্রামের মো. আশিকুল শেখ ওরফে ভাষান শেখ এবং উপজেলার চর কাচরন্দ গ্রামের মো. জনি মোল্লা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুশীল গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালী বাজারের তিন রাস্তার মোড় সংলগ্ন এমদাদুলের চায়ের দোকানে বেঞ্চে বসেছিলেন। এসময় আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্য হয়।
পরের দিন সুশীলের বড় ভাই সুনিল বাদী মামলা দায়ের করেন। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ৪ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন বলেন, মঙ্গলবার (১ অক্টোবর) সুশীল হত্যা মামলায় গ্রেপ্তার তোফাজ্জেল শেখ তোফা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার দেয়া তথ্য অনুযায়ী বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।