×

সারাদেশ

স্কুলছাত্রীকে নিয়ে পালালো পুলিশ সদস্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১১:২৭ পিএম

স্কুলছাত্রীকে নিয়ে পালালো পুলিশ সদস্য

সুমন হোসেন

   

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে গেছে এক পুলিশ সদস্য। তার নাম সুমন হোসেন। শুক্রবার ওই স্কুলছাত্রীকে পুলিশ হেফাজতে নিতে সক্ষম হলেও কনস্টেবল সুমন হোসেনের হদিস মেলেনি। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে জীবননগর পুলিশের পরিদর্শক (ওসি) এস এম জাবীদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।  

পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল সুমন হোসেন জীবননগর থানাধীন রায়পুর পুলিশ ক্যাম্পে কর্মরত থাকাকালে ওই স্কুলছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে তাকে রায়পুর ক্যাম্প থেকে সরিয়ে জেলা পুলিশ লাইন্সে পাঠানো হয়। এরপর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন জামজামি পুলিশ ক্যাম্পে বদলি করা হয়। সেখানে মোবাইলের মাধ্যমে গত ৬-৭ মাস যাবত তারা যোগাযোগ অব্যাহত রাখে। গত ৩০ সেপ্টেম্বর তারা ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় চলে যায়। এরপর ওই স্কুলছাত্রীর বাবা জীবননগর থানাকে বিষয়টি জানান। শুক্রবার ওই স্কুলছাত্রীকে পুলিশ হেফাজতে নিতে সক্ষম হলেও কনস্টেবল সুমন হোসেনের হদিস মেলেনি।

জীবননগর থানার পরিদর্শক এস এম জাবীদ হাসান বলেন, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিষয়টি জানতে পেরে রায়পুর থেকে তাকে সরিয়ে দেয়া হয়। এরপরও তারা যোগাযোগ অব্যাহত রাখে। গত ৩০ সেপ্টেম্বর তারা কোটচাঁদপুর এলাকায় চলে যায়। বর্তমানে ওই স্কুলছাত্রী আমাদের হেফাজতে আছে। কনস্টেবল সুমন হোসেনের হদিস পাওয়া যায়নি। তাকে র‍্যাবে বদলি করা হলেও যোগদান করেনি। তাই এখন তাকে পুলিশ সদস্য বলা ঠিক হবে না। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা মামলা করলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App