ঘর মালিকের স্ত্রীকে নিয়ে উধাও রাজমিস্ত্রী, উল্টো প্রতিশোধ!

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৮:০৪ পিএম

ছবি: প্রতীকী
খুলনার পাইকগাছায় বাড়ি মালিকের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছেন এক রাজমিস্ত্রী। এর প্রতিশোধ নিতে সেই রাজমিস্ত্রী তফাদারের স্ত্রীকেই বিয়ে করেছেন ঘরমালিক। উপজেলার রাড়ুলী এলাকায় এ ঘটনা ঘটে। ঘরমালিক কামাল সরদার উপজেলার ওই এলাকার বাসিন্দা।
উভয়ের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগস্ট মাসে রাড়ুলীর কামাল সরদারের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে আসেন মোস্তফা দফাদার। পরে মাত্র আট দিনের পরিচয়ে পরকীয়া প্রেমে জড়িয়ে কামালের স্ত্রীকে নিয়ে ১৫ আগস্ট পালিয়ে যান রাজমিস্ত্রী মোস্তফা।
মোস্তফা দফাদার উপজেলার শ্রীকাণ্ঠপুর গ্রামের সামছুর দফাদারের ছেলে। সামছুর রহমান লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে শ্রীকাণ্ঠপুর গ্রামে শ্বশুরবাড়িতে থাকেন তিনি।
বিষয়টি জানাজানি হলে ঘরমালিক কামালের পরিবার স্থানীয়দের সম্মতিতে মোস্তফার শ্বশুরবাড়িতে যোগাযোগ করেন। পরে উভয়ের পারিবারিক সম্মতিতে ১৯ সেপ্টেম্বর মোস্তফার স্ত্রীকে বিয়ে করেছেন ঘরমালিক কামাল।
এ ঘটনার বিস্তারিত জানতে উভয়পক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনাটি স্বীকার করেছেন।