পাবনায় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

পলাশ হোসেন, পাবনা
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৬:২৬ পিএম

বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা না রাখায় ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাজার নিয়ন্ত্রণে পাবনায় জেলা প্রশাসন ও ভোক্তার অধিতার সংরক্ষণ সহ বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে পাবনা বড় বাজার এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় অভিযানের খবর পেয়ে কিছু ডিম, চাল, আলু, ইলিশ মাছ ব্যবসায়িরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান।
ব্যাণিজ্য মন্ত্রণালয়ে গঠিত টাস্কফোর্সের নির্দেশে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ভোক্তা অধিকার আইনে বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এরমধ্যে জেলা ভোক্তাঅধিকার সহকারী পরিচালক ৬টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা এবং আল মাহমুদ নির্বাহী মেজিস্টেট ২টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ডিম, আলু, পিয়াজের বাজার মনিটরিং এর পাশাপাশি উচ্চমূল্য ইলিশ বিক্রির জন্য বড়বাজারে দুটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা, চালের দাম বৃদ্ধি, চালের জাত ও মূল্য না রাখায় ৫টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া পোল্ট্রি বাজারে পোল্ট্রি ব্যবসায়ীদের মূল্য তালিকা না রাখায় ২টি প্রতিষ্ঠানকে ৪ হাজার সহ মোট ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এখন থেকে নিয়োমিতভাবে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ বাজার বিশেষ করে পাইকার বাজারের উপরে নজরদারি রাখবে প্রশাসন। বাজার স্বল্পতা দেখিয়ে উচ্চমূল্যে পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানে হয়। প্রতিটি দোকানে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের তালিতা টানিয়ে রাখতে বলা হয়েছে।