গৌরনদী বিআরডিবি’র নির্বাচনে সোহানুর রহমান সোহাগ চেয়ারম্যান নির্বাচিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৭:৫৯ পিএম

মোঃ সোহানুর রহমান সোহাগ
সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় সুষ্ঠু-সুন্দর এবং উৎসব মুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে বুধবার বরিশালের গৌরনদী উপজেলা কেন্দ্রীয় সমবায় এ্যাসোসিয়েশন লিমিটেড (বিআরডিবি)’র ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ছাতা প্রতীকের প্রার্থী সাবেক ছাত্রদল নেতা মোঃ সোহানুর রহমান সোহাগ ৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৩০ ভোট পেয়ে তার কাছে হেরে যান দৈনিক প্রথম আলো’র গৌরনদী প্রতিনিধি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির।
বুধবার (৯ অক্টোবর) গৌরনদী উপজেলা পরিষদ চত্বরের পল্লী ভবনে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা এ নির্বাচনের ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন- চেয়ার প্রতীকের প্রার্থী দৈনিক প্রথম আলো’র গৌরনদী প্রতিনিধি ও বিআরডিবি’র ব্যবস্থাপনা কমিটির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির। বটগাছ প্রতীকের প্রার্থী গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ জাকির হোসেন। ছাতা প্রতীকের প্রার্থী সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সাবেক ছাত্রদল নেতা মোঃ সোহানুর রহমান সোহাগ।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৮৮ জন। এরমধ্যে ৮৪ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। ভোট গ্রহণের পর গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বরিশাল জেলা সমবায় দপ্তরের উপ-সহকারী নিবন্ধক মোঃ আমিনুল ইসলাম বুধবার বিকেল সাড়ে তিনটায় ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে ৩৫ ভোট পাওয়া ছাতা প্রতীকের সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সাবেক ছাত্রদল নেতা মোঃ সোহানুর রহমান সোহাগকে বে-সরকারি ভাবে বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনে অপর পরাজিত প্রার্থী গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ জাকির হোসেন পেয়েছেন মোট ২০ ভোট। একটি ব্যালটে ১জন ভোটার ত্রুটি পূর্ণ ভোট প্রদান করায় ওই ভোটটিকে বাতিল ঘোষণা করা হয়।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর এ উপজেলার সাধারণ মানুষ সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় সুষ্ঠু-সুন্দর এবং উৎসব মুখর পরিবেশে গোপন ব্যালটে অনুষ্ঠিত একটি সমবায়ের শান্তিপূর্ণ নির্বাচন উপভোগ করল।