সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নেতৃত্বে আকতার-আফসার-মেহেদী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৯:০৭ পিএম

ছবি: সংগৃহীত
সাভার দলিল লেখক কল্যাণ সমিতির পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সাবেক সিনিয়র সহ সভাপতি আকতার হোসেন বেপারীকে আহবায়ক, আফসার উদ্দিনকে যুগ্ম আহবায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব এবং মজিবর রহমান ও আবুল বাশার চৌধুরী তুহিনকে সদস্য করে এই কমিটি অনুমোদন করেছে ঢাকা জেলা সমাজসেবা কর্মকর্তা।
গত ৭ অক্টোবর এই কমিটি অনুমোদন করা হয়। এর আগে সমিতির বিশেষ সাধারণ সভার মাধ্যমে পূর্বের অনির্বাচিত কমিটি বাতিল করে তাদের নাম প্রস্তাব করা হয়। এর রেজুলেশনের কপি জেলা সমাজসেবা কর্মকর্তার কাছে পাঠানোর পর এর অনুমোদন মিলে।
পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে বলে জানা গেছে। কমিটি ঘোষণা করার পর সমিতির সদস্যরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে স্বচ্ছতা ও জবাবদিহীতা প্রত্যাশা করেছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর বিগত কমিটির সভাপতি আবুল হোসাইন সাভার সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় অনুপস্থিত। বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীম তার অফিসে বসছেন নিয়মিত। পরিস্থিতি বিবেচনায় ভেঙে দেয়া হয়েছে পুরানো কমিটি।