×

সারাদেশ

দেউলিয়া কোম্পানিকে ২৫ প্লট বরাদ্দ, বিসিকের তুঘলকি কাণ্ড

Icon

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি থেকে

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১০:৩৮ পিএম

দেউলিয়া কোম্পানিকে ২৫ প্লট বরাদ্দ, বিসিকের তুঘলকি কাণ্ড

ফরচুন ইনভেনশন অ্যান্ড টেকনোলজি কোম্পানি লিমিটেড। ছবি: সংগৃহীত

   

ঝালকাঠি বিসিক শিল্পনগরীতে শিল্প মন্ত্রণালয়ের বরাদ্দ দেয়া ৭৯টি প্লটের মধ্যে ৫৬টি এখনো ফাঁকা পড়ে রয়েছে। তবে এর মধ্যেও দুর্নীতির অভিযোগ উঠেছে। ২৫টি প্লট দেউলিয়া কোম্পানি ‘ফরচুন ইনভেনশন অ্যান্ড টেকনোলজি’কে বরাদ্দ দেয়া হয়েছে, যা শিল্প মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপরই ভিত্তি করে দেয়া হয়েছে বলে জানা গেছে। এই বরাদ্দ নিয়ে স্থানীয় উদ্যোক্তারা বিস্ময় প্রকাশ করেছেন, কারণ বরাদ্দ পাওয়া কোম্পানির কার্যক্রম এখনো অদৃশ্য। বরাদ্দের পরও কোনো কার্যক্রম শুরু হয়নি।

বিসিক শিল্পনগরী সূত্রে জানা যায়, ফরচুন ইনভেনশন অ্যান্ড টেকনোলজি নামের একটি কোম্পানিকে জেলা বিসিকের কোনো সুপারিশ ছাড়াই ২৫টি প্লট বরাদ্দ দেয়া হয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির হোসেনের নেতৃত্বে একটি কমিটি গঠন করে এ বরাদ্দ চূড়ান্ত করে। অথচ বিসিক নীতিমালা অনুযায়ী, এ ধরনের বরাদ্দ গ্রহণযোগ্য নয়, কারণ কোনো দেউলিয়া প্রতিষ্ঠানকে এত সংখ্যক প্লট বরাদ্দ দেয়ার কোনো বিধান নেই। বিসিকের উপব্যবস্থাপক আলী আসগর নাসির জানান, ‘এই প্লট বরাদ্দের সময় আমি ছিলাম না, তবে বিষয়টি যথেষ্ট বিতর্কিত।’

ঝালকাঠি শিল্পনগরীতে ৫৬টি প্লট এখনো ফাঁকা, এবং বেশিরভাগ বরাদ্দকৃত উদ্যোক্তা কার্যক্রম শুরু করতে পারেননি। স্থানীয় বাসিন্দারা বলছেন, ‘এ শিল্পনগরীতে কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়ায় আমাদের এলাকায় বেকারত্বের সমস্যা প্রকট আকারে রয়ে গেছে।’

যারা শিল্পনগরীতে কার্যক্রম শুরু করেছেন, তারা নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেছেন। সুন্দরবন পলিমার কারখানার এক কর্মকর্তা জানান, তাদের কারখানার বৈদ্যুতিক তার চুরি হওয়ায় তাদেরকে নতুন করে বিদ্যুতের সংযোগ নিতে হয়েছে। শিল্পনগরীতে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর থেকেই এখানে মাদকসেবীদের আড্ডা বসে বলে জানা গেছে।

ফরচুন গ্রুপের অন্য একটি প্রতিষ্ঠান, ফরচুন সুজ। তারা বরিশাল বিসিকে একটি কারখানা স্থাপন করলেও দেউলিয়া হওয়ার কারণে সেটিও মুখ থুবড়ে পড়েছে। একই কোম্পানির প্লট বরাদ্দ পাওয়ার বিষয়টি প্রাসঙ্গিকভাবে আরো বিতর্কিত হয়ে ওঠেছে। কারণ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে ফরচুনকে পুঁজিবাজারের ‘জেড’ ক্যাটেগরিতে রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনিয়ম ও কারসাজির অভিযোগে বিএসইসি ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে।

কারখানা স্থাপনের পর যারা বিনিয়োগ করতে এসেছেন, তারা অভিযোগ করেছেন যে প্রয়োজনীয় নিরাপত্তা এবং প্রশাসনিক সহায়তার অভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রম হুমকির মুখে রয়েছে। শিল্পনগরীতে নিরাপত্তার ঘাটতি, এবং মাদকাসক্তদের অবস্থান নিয়ে উদ্যোক্তারা ক্ষুব্ধ।

আরো পড়ুন: জালে আটকা পড়লো ২ কেজির ইলিশ, বিক্রি হলো যে দামে

ঝালকাঠি বিসিক শিল্পনগরীতে ফরচুন ইনভেনশন অ্যান্ড টেকনোলজির নামে ২৫টি প্লট বরাদ্দের ঘটনায় বিসিক ও শিল্প মন্ত্রণালয়ের মধ্যে নীতিমালা লঙ্ঘনের সুস্পষ্ট ইঙ্গিত দেখা গছে। বেকারত্বের সমস্যার সমাধান করতে চাওয়া এই শিল্পনগরী এখন দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার হয়ে পড়েছে বলে অভিযোগ করছেন বিশেষজ্ঞরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App