নারায়ণগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৩৪ এএম

ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে ‘পুরোনো দ্বন্দ্বের’ জেরে তরুণকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার রাত নয়টার দিকে বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ১৮ বছর বয়সি মো. সোহান উপজেলার সালেহনগর এলাকার আব্দুস সালামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, রাতে সোহান রূপালী আবাসিক এলাকা থেকে সালেহ নগরে তার বাসার ফিরছিল। পথে একদল দুষ্কৃতকারী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোহান নিজেও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অন্য একটি পক্ষের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে তার দ্বন্দ্ব চলছিল। সে বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মো. আমির হোসেনের অনুসারী ছিল।
যোগাযোগ করা হলে আমির বলেন, আমি রূপালী আবাসিকে আমার ব্যবসায় প্রতিষ্ঠানে ছিলাম। তখন সোহানের বাবা এসে তার ছেলেকে কোপানোর কথা জানায়। পরে শুনেছি, সে মারা গেছে। তাকে কোপানোর পেছনে কয়েকজনের নাম শুনছি, কিন্তু আমি নিশ্চিত নই।
রাতে সাড়ে এগারোটার দিকে ওসি তরিকুল বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। প্রাথমিকভাবে জানা গেছে, পুরোনো দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হবে।