×

সারাদেশ

জুড়ী-বড়লেখায় প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

Icon

সাইফুল ইসলাম সুমন, জুড়ী (মৌলভীবাজার) থেকে

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০২:৩৪ পিএম

জুড়ী-বড়লেখায় প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

ছবি: ভোরের কাগজ

   

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখায় শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রবিবার (১৩ অক্টোবর) বিকেলে বিভিন্ন নদী ও পুকুর ঘাটে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা।

স্থানীয় নিউ সমনবাগ চা বাগান সার্বজনীন দুর্গা মন্দিরে অনুষ্ঠিত প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম। তিনি জানান, ‘দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শেষ হলো। নিরাপদে পূজা উদযাপনে বিজিবি গত ৭ দিন ধরে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে। পূজা কমিটি এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হয়েছে।’

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো মনের আসুরিক প্রবৃত্তি বিসর্জন দিয়ে শান্তি ও ভ্রাতৃত্ব স্থাপন করা। দেবী দুর্গার বিদায়ে নারীরা ঐতিহ্যবাহী সিঁদুর খেলার আয়োজন করেন, যা মায়ের শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রতীক। বিসর্জন শেষে শান্তিজল নিয়ে বাড়ি ফিরেন ভক্তরা, যা পরের বছরের পূজার প্রস্তুতির প্রতীক।

বড়লেখার নিউ সমনবাগ চা বাগানের সার্বজনীন দুর্গা মন্দিরের বিসর্জন অনুষ্ঠানে শঙ্খ ও উলুধ্বনি, ঢাক-ঢোলের তালে হাজারো ভক্ত ভিড় করেন। শোভাযাত্রা শেষে দেবীর প্রতিমা জলাশয়ে বিসর্জন দেয়া হয়। অনেক ভক্তদের চোখে অশ্রু ঝরলেও, এ বিদায় উৎসবের আনন্দ ছিল উদ্দীপনাময়।

প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, পঞ্চায়েত কমিটির সভাপতি কন্ধ মুন্ডা, পূজা পরিচালনা কমিটির উপদেষ্টা গঙ্গেশ রঞ্জন দেব, সভাপতি নারায়ন কালোয়ার এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন: জুলাই গণঅভ্যুত্থান: মামলা বা গ্রেপ্তার নয়

পূজা কমিটির সভাপতি নারায়ন কালোয়ার জানান, ‘এই দুর্গাপূজার আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন এবং বিজিবি সর্বাত্মক সহযোগিতা করেছে। আমরা সবাই মিলে একসাথে এই আনন্দময় উৎসব সম্পন্ন করেছি, এবং এবারো দেবী মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে গেছেন। তার কাছে আমাদের প্রার্থনা অসুর শক্তির বিনাশ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App