পূজামণ্ডপে ইসলামি সংগীত বিতর্ক, দুই আসামির জামিন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৯:৩১ পিএম

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের দুর্গাপূজার মণ্ডপে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় দায়ের হওয়া মামলায় ২ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।
জামিনপ্রাপ্ত আসামিরা হলেন চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম ও মো. নুরুল ইসলাম। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত শুনানি শেষে দুই আসামির জামিন মঞ্জুর করেছেন।
এর আগে, সোমবার গ্রেপ্তারকৃত দুই আসামিকে রিমান্ডে আনার জন্য আবেদন করে পুলিশ। তবে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।
আরো পড়ুন: ওবায়দুল কাদের কোথায়, জানেন না আওয়ামী লীগ নেতারাও
এ ঘটনার পর চট্টগ্রাম কালচারাল একাডেমির ৬ জন সদস্য এবং পূজা কমিটির নেতা সজল দত্তকে আসামি করে শুক্রবার (১৩ অক্টোবর) কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। পূজামণ্ডপে ইসলামী সংগীত বাজানোকে কেন্দ্র করে এই মামলাটি হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়। মামলার তদন্ত এখনো চলমান।