টাঙ্গুয়ার হাওরে পর্যটক নিখোঁজ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১০:১২ এএম

ছবি: সংগৃহীত
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে সাতার কাটার সময় পানিতে ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ পর্যটক জনতা ব্যাংক প্রধান কার্যালয়ে কর্মরত আলী হোসেন বলে জানা গেছে।
শুক্রবার (১৯ অক্টোবর) দুপুর ১২ টার দিকে টাংগুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় তিনি নিখোঁজ হন। নিখোঁজের সংবাদ পেয়ে ঘণ্টা খানেক পরে তাকে স্থানীয়রা উদ্ধার করেন।
জানা যায়, বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যক্তিরা হাউসবোট দিয়ে হাওরে ঘুরতে এসেছিলেন। দুপুরে হাউসবোট থেকে ছোট নৌকা দিয়ে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। এসময় লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নামেন আলী হোসেন। সাতারের একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, হাওরে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।