×

সারাদেশ

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা

আওয়ামী লীগ নেতা মোশাররফসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১২:২৫ পিএম

 আওয়ামী লীগ নেতা মোশাররফসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

   

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান আসামি করে মিরসরাই থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইন বাদী হয়ে ৫৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৬০-৭০ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজহারে তিনি উল্লেখ করেন, ২০১৭ সালের ২৮ অক্টোবর দুপুর ১২টায় বেগম খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ওচিমিয়া ব্রিজ এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০০-১২০ জন নেতাকর্মী স্বাগতম জানানোর জন্য উপস্থিত হন। 

এ সময় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু সহ অন্য নেতাদের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫৯ জন নেতাকর্মী এবং অজ্ঞাত ৪০-৫০ জন সন্ত্রাসী রোহার রড, রামদা, কিরিচ ও লাঠিসোটা নিয়ে হামলা চালান। হামলায় জাহিদ হোসাইন ও তাঁর দলের নেতাকর্মীরা মারাত্মকভাবে জখম হন এবং গাড়ী বহরে থাকা ৫-৭টি গাড়ির সামনের ও পেছনের গøাস ভেঙ্গে আনুমানিক দুই লাখ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি করেন।

জাহিদ হোসাইন আরো উল্লেখ করেন, বেলা পৌনে ১টায় দলের নেতাকর্মীদের নিয়ে তারা মহাসড়কের ডাকবাংলো এলাকায় অবস্থান নিলে যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের নেতৃত্বে আসামিরা আবারো হামলা চালায়। এতে তাদের নেতাকর্মী ও গাড়ীবহরে থাকা কেন্দ্রীয় নেতারা আক্রান্ত হন। হামলার পরে দুপুরে আসামি লাঠি, দা, ছেনীসহ দেশীয় অস্ত্র নিয়ে জাহিদ হোসাইনের বাড়িতে গিয়ে ভাংচুর চালায়, যার ফলে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। 

এছাড়া, ওইদিন আসামীরা মিরসরাই পৌর বাজারে বিএনপি সমর্থিত ব্যবসায়ীদের দোকান-পাটে ভাংচুর ও তালা লাগিয়ে দেয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, মামলার ১নং আসামী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গত ২৭ অক্টোবর অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

আরো পড়ুন : ফ্যাসিবাদী সরকারের আমলে সকল সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App