গৌরনদীতে জাতীয় যুব দিবস পালিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম

ছবি : ভোরের কাগজ
"দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় গৌরনদী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, সার্টিফিকেট বিতরণ, বৃক্ষরোপণ ও শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহাদুদুল হাসান ফরিদ, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার এবং উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী।
অনুষ্ঠানে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুশফিকুর রহমান পারভেজ, মো. ফখরুল আবেদিন তানভীর, প্রশিক্ষিত যুবক মো. মিরাজ হোসেন খান এবং প্রশিক্ষিত যুব মহিলা হাসিনা জান্নাত সাকি প্রমুখ। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান। তিনি প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের মধ্যে যুব ঋণের চেক, সার্টিফিকেট এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে গাছের চারা বিতরণ করেন।