কুয়াকাটায় দেয়াল চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ পিএম

ছবি: ভোরের কাগজ
পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় রাখাইন পল্লীতে সংস্কার কাজের সময় দোকান ঘরের দেয়াল চাপা পড়ে কামাল মিস্ত্রি (৪০) ও আবু বকর (৪২) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২ টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১২ টার দিকে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেটের উত্তর পাশে রাখাইন পল্লীতে মং উশে বাবুর সংস্কারকালে দোকান ঘরের শাটার খোলার সময় হঠাৎ দোকান ঘরের সামনের দেয়াল ধ্বসে পড়ে। এতে ঘটনাস্থলেই কামাল ও আবু বকরের মৃত্যু হয়।
এসময় শত শত লোক জড়ো হয়ে তাদের মৃত দেহ দেয়ালের নীচ থেকে বের করে আনেন। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ জানা সহ প্রাথমিক সুরাতহাল করেন। মৃত কামালের বাবার নাম হাকিম আলী ও আবুবকর মিস্ত্রির বাবার নাম আব্দুর রহমান। তাদের গ্রামের বাড়ি কুয়াকাটা পৌরসভার ৬ নং ওয়ার্ডের নবীনপুর গ্রামে।
এ বিষয়ে মহিপুর থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, প্রাথমিক সুরাতহাল শেষে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।