মানিকগঞ্জের শিবালয়ে ডাকাতি: গ্রেপ্তার ১, ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম

ছবি: ভোরের কাগজ
মানিকগঞ্জের শিবালয়ে ডাকাতির এক সপ্তাহের মাথায় ১ জনকে আটক ও ৩০ লাখের বেশি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরের দিকে জেলা সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৯ অক্টোবর রাত ৩টা ৪০মিনিটের দিকে অজ্ঞাতনামা ১০-১২ জন মুখে মাস্ক পরে সাদা ও নীল-হলুদ রঙের পিকআপে এসে দেশীয় ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে শিবালয় উপজেলার বরংগাইল রুমি ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মচারি এবং পূর্ব পাশের ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির নিরাপত্তারক্ষীদের বেঁধে ফেলে। পরে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৬৭ লাখ টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট এবং ৫টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।এ ঘটনার পরিপ্রেক্ষিতে শিবালয় থানায় মামলা রুজু হয়।
পরে জেলা পুলিশ সুপার মো. বশির আহমেদের (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস) সুজন সরকারের সহায়তায় শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমতিয়াজ মাহবুব, থানা অফিসার ইনচার্জ এ আর আল মামুনের সার্বিক তত্বাবধান ও সহযোগিতায় শিবালয় থানার তদন্ত ওসি মো.মুজিবুর রহমান অফিসার ও ফোর্সের সমন্বয়ে চৌকস টিম নিয়ে অভিযান চালানো হয়। গত মঙ্গলবার (৫ নভেম্বর) পৌনে ৪টার দিকে আসামি মোহাম্মদ আলীকে (৪২) চট্টগ্রাম জেলার ডবলমিং থানা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার আউটবাগ (বেলানগর,খন্দকার বাড়ি) গ্রামের বাসিন্দা। আসামির সনাক্তমতে তার ভাই আসামি মো. মামুনের (৪০) বসতবাড়ির গোডাউন থেকে লুণ্ঠিত সিগারেটের প্রায় অর্ধেক উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৩০ লাখের বেশি টাকা।
শিবালয় থানা ওসি ও তদন্ত ওসির সঙ্গে কথা বলে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আলীর নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে। তার পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয় স্বজনের সমন্বয়ে রয়েছে একটি সক্রিয় ডাকাত দল। এ দলের প্রত্যেক সদস্যের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মো. বশির আহমেদ বলেন, ধৃত আসামির জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। আসামিকে রিমান্ডে এনে বাকি আসামিদের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে পর্যায়ক্রমে কার্যক্রম চালানো হবে।