জাতীয়তাবাদী শ্রমিক দলের পাবনা জেলার কর্মী সভা অনুষ্ঠিত

পলাশ হোসেন, পাবনা
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০২:৪৬ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পাবনা জেলার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পাবনা জেলা শাখার সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে কর্মী সভা অনুষ্ঠিত হয় ।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এমজি ফারুক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংদী জেলার সভাপতি আবু সাঈদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশেষ বক্তা আহসান হাবীব , পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক সহ পাবনা জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতৃবৃন্দ।