×

সারাদেশ

ফেসবুকে মুহাম্মদ (সা.)-কে কটূক্তি, প্রতিবাদে চাটমোহরে বিক্ষোভ

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৯:১২ এএম

ফেসবুকে মুহাম্মদ (সা.)-কে কটূক্তি, প্রতিবাদে চাটমোহরে বিক্ষোভ

ছবি: ভোরের কাগজ

   

ফেসবুকে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার রাতে চাটমোহরের হান্ডিয়াল বাজারে এই কর্মসূচি পালন করেন তারা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা। তারা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। 

জানা গেছে, হান্ডিয়ালের বল্লভপুর গ্রামের মৃত কালা চাঁদ দে’র ছেলে প্রশান্ত কুমার দে শনিবার তার ফেসবুকে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দেন। এরপর রাতেই তিনি তার ফেসবুক থেকে দেয়া পোস্টটি ডিলিট করেন। তবে বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর বিক্ষোভে ফেটে পড়েন সবাই। মুহূর্তেই ওই ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট ফেসবুক জুড়ে ভাইরাল হয়ে যায়। রাতেই স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে। পুরো বাজার প্রদক্ষিণ শেষে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

এদিকে এই ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ভীতিকর পরিস্থিতি দেখা দেয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলমসহ পুলিশ সদস্যরা। 

বিক্ষোভরত মুসল্লিরা প্রশান্ত কুমারকে চব্বিশ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান। সেই সঙ্গে সুষ্ঠু বিচারের দাবি জানান। পরে কর্মকর্তারা প্রশান্ত কুমারকে আইনের আওতায় আনার আশ্বাস দেন। অন্যদিকে ভয়ে ও আতঙ্কে রোববার সকাল থেকে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রেখেছেন। পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে রবিবার সকালে সেনাবাহিনীর সদস্যরা হান্ডিয়াল বাজার পরিদর্শন করেছেন।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, রাতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। যে অপরাধ করেছে তাকে আইনের আওতায় আনা হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App