কীর্তনখোলার চরে মিললো পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম

আলো মজুমদার
পিবিআই পটুয়াখালীতে পরিদর্শক পদে কর্মরত এক পুলিশ কর্মকর্তার নিখোঁজ স্ত্রী আলো মজুমদারের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালের দিকে কীর্তনখোলা নদী থেকে নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে গতকাল সোমবার (১১ নভেম্বর) সকালের দিকে নিখোঁজ হন আলো মজুমদার। নিখোঁজের ঘটনায় ওই দিন সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরি করা হয়।
জানা গেছে, আলো মজুমদারের স্বামী অনুপ রায় পিবিআই পটুয়াখালীতে পরিদর্শক পদে কর্মরত আছেন। দুই সন্তান নিয়ে আলো বরিশাল নগরীর কাশিপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অনুপ রায় জানান, তার স্ত্রী গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পারিবারিক কাজে বাসার বাইরে বের হন। কিন্তু দুপুরের দিকেও তিনি বাসায় ফিরছিলেন না। বিষয়টি তাকে অবহিত করার পর সন্ধ্যার দিকে বরিশালে এসে থানায় সাধারণ ডায়েরি করেন।
তিনি বলেন, ‘ঘটনার পর আত্মী-স্বজনদের কাছে তার খবর জানার চেষ্টা করি। কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে তার লাশ কীর্তনখোলা নদীর চরে আটকে থাকতে দেখে পুলিশকে স্থানীয়রা খবর দেন। এ ঘটনার পর লাশ উদ্ধার করে রবিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আলো মজুমদারের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।