মাকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রেখে ডাকাত নাটক সাজালো ছেলে

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ পিএম

ছবি: সংগৃহীত
বগুড়ার কাহালুতে হাত খরচের টাকা না দেওয়ায় মাকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রেখে দেন ছেলে আজিজুর রহমান (১৯)। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে এই তথ্য জানান র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান। এর আগে রবিবার দুপচাঁচিয়ায় উপজেলার আজিজিয়া মঞ্জিলে উম্মে সালমা খাতুনকে (৫০) শ্বাসরোধ করে হত্যা করা হয়।
সাদ বিন আজিজুর রহমান দুপচাঁচিয়া ডিএস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা এস এম আজিজুর রহমানের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে মেজর এহতেশামুল হক খান জানান, হাত খরচের টাকা নিয়ে সাদের সঙ্গে উম্মে সালমার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বাড়ি থেকে সাদ প্রতিদিন ৫০০-১০০০ টাকা হাত খরচ নিতেন। ঘটনার দিনও বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এতে রাগ করে না খেয়ে মাদরাসায় চলে যান সাদ। বেলা ১১টার দিকে বাড়িতে এসে মাকে রান্নাঘরের পেছনে নাক-মুখ চেঁপে মৃত্যু নিশ্চিত করে। এরপর তার দুই হাত ওড়না দিয়ে বেঁধে ডিপ ফ্রিজে রেখে ডাকাতির ঘটনা সাজানোর জন্য আলমারিতে কুড়াল দিয়ে আঘাত করে। পরে মেইন গেটে তালা দিয়ে বের হয়ে যায়। পরে বাড়িতে এসে মাকে পাওয়া যাচ্ছে না বলে বাবাসহ অন্যদের ফোন দেয়। আজিজুর বাড়িতে এসে ডিপ ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
র্যাবের এই কর্মকর্তা আরো জানান, হত্যার ঘটনার পরপর তথ্যপ্রযুক্তির ব্যবহার করা হয়। নিহতের ছোট ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। জিজ্ঞাসাবাদে সাদ তার মাকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন। দুপুরে আসামিকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়।