×

সারাদেশ

ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৪:২৯ পিএম

ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরিফ বিল্লা। ছবি: সংগৃহীত

   

গাইবান্ধায় ভাত খাওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই শহিদুল ইসলাম হত্যার ঘটনায় ছোট ভাই আরিফ বিল্লাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক আতিকুর রহমান এ দণ্ডাদেশ দেন।

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর জেলার সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়ায় এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সামান্য ভাত খাওয়াকে কেন্দ্র করে ছোট ভাই আরিফ বিল্লাহ ও মা হামিদা বেগমের সঙ্গে তর্ক বাধে। এক পর্যায়ে আরিফ বিল্লাহ রাইস কুকারে লাথি মারলে উপরের অংশ ভেঙে যায়। পরে বড় ভাই শহিদুল ইসলাম ছোট ভাইয়ের কাছে রাইস কুকার ভাঙার বিষয়ে জানতে চাইলে ছোট ভাই আরিফ বিল্লা উত্তেজিত হয়ে বারান্দায় থাকা কাঠ দিয়ে বড় ভাই শহিদুলের মাথায় আঘাত করে। পরে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ দিন পর ১৯ সেপ্টেম্বর মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী তাসফুরা আক্তার বাদী হয়ে ২০ সেপ্টেম্বর ২০২১ সালে সাদুল্যাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এ রায় প্রদান করেন।

এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

গাইবান্ধা জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর নিরঞ্জন কুমার ঘোষ জানান, এ রায়ে আমরা সন্তুষ্ট। রায় দ্রুত কার্যকর হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। এ ধরনের অপরাধ কেউ করার সাহস পাবে না।

আসামি পক্ষের আইনজীবী আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু রায়ে অসন্তোষ প্রকাশ করেন এবং উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App