×

সারাদেশ

মিথ্যা মামলায় আটক স্বপনের মুক্তির দাবি, চাষাড়ায় ছাত্রদের মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম

মিথ্যা মামলায় আটক স্বপনের মুক্তির দাবি, চাষাড়ায় ছাত্রদের মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

   

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকারী জাহিদুল ইসলাম স্বপনকে অবিলম্বে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চাষাড়া শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

এসময় তারা বলেন, স্বপনের ছেলে জাওয়াদ বৈষম্যবিরোধী আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করার পরও, তার বাবাকে মিথ্যা মামলায় জেলে পাঠানোয় প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশ নেন। জাহিদুল ইসলাম স্বপনকে মিথ্যা মামলায় গ্রেপ্তারে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও দাবি জানায় শিক্ষার্থীরা। 

রবিবার সকালে নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় পুলিশের জড়িত কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকার কড়া সমালোচনা ও দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা। 

 মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিজদা জামান ইলমা, সাদিয়া, সায়মা, উর্মি, জায়েদ , শ্রাবণ,হৃদয় প্রমুখ।

মানববন্ধনে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী  সিজদা জামান ইলমা বলেন, জাওয়াদ সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করার পরও, তার বাবা জাহিদুল ইসলাম স্বপনকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হলো কেন। এ জন্য তো আমরা দেশ স্বাধীন করিনি। এখনো প্রশাসনের একটি অংশ অনৈতিক সুবিধা নিয়ে আন্দোলন কে প্রশ্নবিদ্ধ করেতে ও সরকারকে বিতর্কিত করার জন্য জাহিদুল ইসলাম স্বপনকে গ্রেফতার করেছে। ওনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকারী। সচেতন ছাত্র সমাজ অবিলম্বে তার মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানায়।

মানববন্ধনে শিক্ষার্থী সাদিয়া বলেন,  আমরা সচেতন ছাত্র সমাজ র‍্যাব ও পুলিশ সদস্যসহ জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং স্বপন আঙ্কেল এর অবিলম্বে মুক্তি চাই। মানববন্ধনে শিক্ষার্থী জায়েদ বলেন, আমাদেরকে আবার আন্দোলনে নামাবেন না। বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনকারী জাহিদুল ইসলাম স্বপনকে যদি মুক্তি দেয়া না হয় তাহলে সচেতন ছাত্র সমাজ গনস্বাক্ষর কর্মসূচী সহ কঠোর আন্দোলনের ডাক দিবে। মিথ্যা মামলায় একজন কে কারাগারে প্রেরণ করা নৈতিকতা ও আইনের শাসনে পরিপন্থি। 

মানববন্ধনে শিক্ষার্থী শ্রাবণ বলেন, ২০১৮ সালে আমাদের সিনিয়র ভাই বোনেরা সচেতন ছাত্র সমাজের ব্যানারে জাহিদুল ইসলাম স্বপনকে ন্যায়বিচার প্রদানের জন্য মানববন্ধন করেছেন। ওনার মুক্তির জন্য ও দোষীদের দৃষ্টান্তমূলক শান্তির জন্য যা দরকার আমরা তা করবো, ছাত্র সমাজ এমন অন্যায়-অবিচার মানবে না। 

উল্লেখ্য, জাহিদুল ইসলাম স্বপনকে গত ২ নভেম্বর গ্রেফতার করে ফতুল্লা থানার একটি মামলায় গ্রেফতার দেখায়। এরপর থেকেই সমালোচনার ঝড় বইতে শুরু করেন এবং ছাত্র সমাজ স্বপনের মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এমনকি জাহিদুল ইসলাম স্বপন সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম পিপিএম ও সাধন বসাকের বিরুদ্ধে করা মামলার বাদী।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App