×

সারাদেশ

মেঘনায় ইভটিজিং বেড়েই চলেছে, আতঙ্কে শিক্ষার্থীরা

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম

মেঘনায় ইভটিজিং বেড়েই চলেছে, আতঙ্কে শিক্ষার্থীরা

ছবি: প্রতীকী

   

কুমিল্লার মেঘনা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ইভটিজিংয়ের মাত্রা দিন দিন বেড়েই চলছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ নারীরা এ সমস্যায় পড়ছেন প্রতিনিয়ত। উপজেলার মানিকারচর বাজার, টিএনটি মোড় ও আব্দুল্লাহপুর মোড়ে বখাটেদের উৎপাত সবচেয়ে বেশি। এতে ভুক্তভোগী ও তাদের অভিভাবকরা দিশেহারা।

শাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘আমাদের স্কুলের মেয়েরা প্রতিনিয়ত এই বখাটেদের দ্বারা হয়রানির শিকার হচ্ছে। এটা এখন সীমা ছাড়িয়ে গেছে। প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

একই অভিযোগ তুলেছেন স্থানীয় অভিভাবকরাও। একজন অভিভাবক বলেন, ‘আমরা আমাদের মেয়েদের নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন। তারা কি আর স্বাভাবিকভাবে স্কুলে যেতে পারবে না? প্রশাসনকে শক্ত হাতে এই সমস্যা মোকাবিলা করা উচিত।’

সচেতন মহল মনে করছে, শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সমাজের বিভিন্ন স্তরের মানুষকেও এগিয়ে আসতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজসেবীদের একসঙ্গে কাজ করার পাশাপাশি ইভটিজিং প্রতিরোধে স্কুল-কলেজ এলাকায় নিয়মিত পুলিশের টহল বাড়ানো এবং অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা জরুরি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সাময়িক দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা বলেন, ‘ইভটিজিং একটি গুরুতর সামাজিক অপরাধ। এটি প্রতিরোধে আমাদের প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ যদি এ বিষয়ে নির্দিষ্ট অভিযোগ করে, আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা নেব। একই সঙ্গে এ রকম ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে আমাদের নিয়মিত নজরদারি আরো জোরদার করা হবে। সমাজের প্রত্যেকের উচিত এ বিষয়ে সচেতন থাকা এবং অপরাধ দমনে সহযোগিতা করা।’

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসন এবং সমাজের যৌথ উদ্যোগই পারে মেঘনার শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App