সিংগাইরে টমেটোক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:১১ পিএম

ছবি: ভোরের কাগজ
মানিকগঞ্জের সিংগাইরে টমেটোক্ষেত থেকে এক অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গলাকাটা ব্রিজের উত্তরপাশে জনৈক মানিকের টমেটোক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৮ বছর। তার পরনে লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল। সুরতহাল রিপোর্টকালে মরদেহেরর কোমর থেকে অটোবাইকের চাবি, শার্টের পকেট থেকে বাটন মোবাইল ও একটি টর্চলাইটসহ কিছু টাকা উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে বিভিন্ন সময়ে রাস্তায় অটোবাইক চালাতে দেখেছেন বলে জানিয়েছেন। তাদের ধারণা, গুপ্ত ঘাতকরা চালককে হত্যা করে তার অটোবাইকটি ছিনিয়ে নিয়ে গেছে । তবে মৃতদেহের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে সুরতহালকারী তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এসআই মাসুদুর রহমান জানিয়েছেন।
সিংগাইর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর রহস্য এখনো কিছুই বুঝতে পারছি না।