লালমনিরহাটে নসিমনের ধাক্কায় শিশু নিহত

লারমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ পিএম

ছবি: সংগৃহীত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় স্যালো ইঞ্জিনচালিত নসিমনের (ভটভটি) ধাক্কায় চার বছরের এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার চলবলা ইউনিয়নের ঢাকাইয়াটারী নিথক এলাকায় লালমনিরহাট-চাপারহাট বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু তিথী রানী, চাপারহাট নিথক এলাকার অটোরিকশা চালক বিষ্ণু রায়ের মেয়ে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিষ্ণু রায় নিজের অটোরিকশায় তার স্ত্রী ও সন্তানকে নিয়ে আত্মীয় বাড়ীর উদ্দেশ্য রহনা হলে ভটভটি তাদের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে পাঁশে থাকা শিশু তিথী রানী ছিটকে পড়ে ভটভটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। ঔ দুর্ঘটনায় তিথীর বাবা-মাও আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
এ ব্যপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক ভোরের কাগজকে বলেন, এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সৃষ্ট ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।