×

সারাদেশ

গৌরনদীতে বেগম রোকেয়া দিবস পালিত

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ পিএম

গৌরনদীতে বেগম রোকেয়া দিবস পালিত

ছবি: ভোরের কাগজ

   

বর্ণাঢ্য র‌্যালি-আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়ীতা সংবর্ধনার মধ্যদিয়ে সোমবার (৯ ডিসেম্বর) বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা সোমবার সকালে পৃথক পৃথক কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করে।

দিবসটি পালনে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বুধবার বেলা ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এরপর জাতীয় মহিলা সংস্থার গৌরনদী উপজেলা কর্মকর্তা আলহাজ্ব মোঃ সহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে মহিলা সংস্থার প্রশিক্ষন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনি অ্যাডভোকেট ফাতিমা আক্তার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র সহধর্মীনি ইসাবেলা ইয়াসমিন।

অপরদিকে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একই দিন বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরে নানা শ্রেনী পেশার নারী ও স্কুল কলেজের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নানা প্রকার স্লোগান সম্বলিত বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ফেস্টুনের প্রদর্শনী করা হয়।

এরপর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন শিল্পীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়ীতাদেরকে সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির। বক্তব্য রাখেন- শ্রেষ্ঠ জয়ীতা মাকসুদা ইয়াসমিন, নাসরীন সুলতানা, মালা রানী সরকার প্রমুখ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App