×

সারাদেশ

একটা কম্বল দেও বাহে, খুব জাড় নাগোছে!

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম

একটা কম্বল দেও বাহে, খুব জাড় নাগোছে!

ছবি: ভোরের কাগজ

   

যে কন কনে ঠান্ডাশীত আর বুঝি বাঁচন নাই, এই ঠান্ডাতে এবার বুঝি মরি যাইম। মোক একান কম্বল দেও বাহে। তীব্র শীত আর কনকনে ঠান্ডায় জড়োসড়ো হয়ে কাঁপতে কাঁপতে কথাগুলো বললেন আদিতমারী উপজেলার দক্ষিণ বত্রিশ হাজারী গ্রামের ৮০ ঊর্ধ্ব বৃদ্ধা আবলা বেওয়া।  উত্তর জনপদের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। হিমালয় পাদদেশের পাঁশে জেলা হওয়ায় প্রতিবছর ঘন কুয়াশা আর ঠান্ডার তীব্রতা অন্যন্য জেলাগুলোর চেয়ে অনেক বেশি থাকে।

এরফলে খেটে খাওয়া দিনমজুর ভ্যান রিকশা চালক ও সাধারণ মানুষ বিপাকে পরতে হয়। পৌষের অনাবরত শীতে শুরুর আগেই উত্তরের জনপদে শীতের দাপটে নাকাল জনজীবন।গত কয়েকদিন ধরে শীত পুরোপুরি জেঁকে বসেছে এ জেলা। প্রতিটি উপজেলায় তাপমাত্রা কমছে আসছে আস্তে আস্তে। সকাল হলেই শীতের প্রকোপ থেকে বাঁচতে এলাকার খেঁটে খাওয়া মানুষ বয়স্ক যুবক বৃদ্ধা সকলেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। 

মঙ্গলবার (১০) ডিসেম্বর লালমনিরহাট আবহাওয়া অফিস সূত্রে জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে শীতের দাপট আরো বাড়বে। লালমনিরহাট জেলা হিমালয়ের অনেকটা কাছাকাছি হওয়ায় তাপমাত্রা হ্রাস পাওয়ার পাশাপাশি ঘন কুয়াশা এবং হিমশীতল বাতাসের প্রবাহ বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা।

এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগের সীমা নেই আজ সকালে সদর উপজেলার বড়বাড়ীতে কথা হয় আটো রিকশা চালক, আশরাফুল ইসলামের সঙ্গে তিনি বলেন, দিনের মধ্যে দুপুরে দিকে যখন হালকা শীত কমে তখন  যাত্রী পাওয়া যায়। অটোরিকশাও ভালোভাবে চালানো যায়। কিন্তু সন্ধ্যার পর ও সকালে যাত্রী তেমন পাওয়া যায় না। শীতের কারণে অটোরিকশা ঠিকভাবে চালানো যায় না। ফলে আয় উপার্জন আগের চেয়ে অনেক কমে গেছে। 

পাটগ্রামের রুবেল মিয়া জানান, দিন দিন কুয়াশার সঙ্গে ঠান্ডার মাত্রা বেশি অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকেই উত্তরের ঠান্ডা বাতাস আর কনকনে শীতে জনজীবনে অনেকটা ভোগান্তি বেড়েছে। গরীর অসহায় দিন মজুর প্রচন্ড ঠান্ডায় কাজে যেতে না পেরে অনেকটা দিশেহারা। শীতে নিবারনের জন্য মোটা গরম কাপড় পরতে হচ্ছে তবুও ঠান্ডা নিবারণ হচ্ছে না। সন্ধ্যা থেকেই এখন গায়ে মোটা জামা কাপড়ে শীত নিবারণ সম্ভব হয় না। রাতে ঠান্ডায় দুঃস্থ অসহায় মানুষের কষ্টের সীমা থাকে না শীত বস্ত্র না থাকায় তাদের প্রতি রাত কষ্টে কাটাতে হচ্ছে। উত্তরের জেলা লালমনিরহাট সকাল হলে বাড়ির সামনে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় ব্যস্ত থাকেন বয়োঃবৃদ্ধ যুবক, শিশু ও নারীরা।

হাতিবান্ধা উপজেলার দইখাওয়া এলাকার কৃষক আলী বলেন, আগের থেকে অনেক বেশি ঠান্ডা পড়েছে। শীত অনেক কষ্টে আছি সকালে কাজে গেলে প্রচুর ঠান্ডা লাগে কাজ করতে খুবি কষ্ট হয়। দিনের বেলা সামান্য ঊঞ্চতা অনুভব হলেও  সন্ধ্যার পর থেকে ঠান্ডা লাগে প্রচুর পরিমাণে। সকালে কাজে যেতে পারি না ঠান্ডায় কারণে আর রাতে কম্বলের অভাবে ঠান্ডায় ঘুমাতে পারি না। 

কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার উনিয়নের ভ্যান চালক শ্রী অনিমেষ জানায়, সকালে প্রচন্ড কষ্ট হলেও জীবন জীবিকার তাগিদে ভোরেই ভ্যান নিয়ে বের হতে হয়। আজ আগের থেকে অনেকে বেশি ঠান্ডা পড়েছে। এত বেশি ঠান্ডায় কেই ভাড়ার কথা বলে না। বেশি ঠান্ডায়  ভ্যানে চড়তে চায় না কেউ তবুও বের হয়েছি পেটের তাগিদে। 

এদিকে রাতে তাপমাত্রা কম থাকায় বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধি। প্রায় ঘরে ঘরে সর্দি,কাশি ও জ্বর হওয়ার খবর পাওয়া যাচ্ছে।  লালমনিরহাটে সদর স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৪টি হাসপাতালে বাড়তে শুরু করেছে শীতজনিত রোগির সংখ্যা। ঠান্ডাজনিত রোগ সর্দি,কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগ হাসপাতালে এসে ভর্তি হচ্ছে রোগিরা।

লালমনিরহাট সদর হাসপাতালের সিভিল সার্জন নির্মলেন্দু রায় জানান, কয়েকদিন থেকে শীতজনিত রোগে আক্রান্ত রোগিদের সংখ্যা বেড়েছে। আমরা রোগিদের সেবা দিতে সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার ভোরের কাগজকে বলেন, প্রতি বছর এ জেলায়  শীতের দাপট খুবই বেশি থাকে। সে ক্ষেত্রে স্ট্রোক থাকলে আগাম জেলার অসহায় দুঃস্থ  শীতার্ত ও ছিন্নমূল গরিবদের শীত বস্ত্র কম্বল দিয়ে থাকি। ইতিমধ্যে জেলার ৫ উপজেলায় ১ হাজার কম্বল বরাদ্দ দেয়া হয়েছে। আমরা কম্বলের চাহিদা চেয়ে দপ্তরে চিঠি লিখেছি। বরাদ্দ পেলে দ্রুত এ সব কর্মজীবি, অসহায় গরীব দিনমজুর বয়স্ক বৃদ্ধাদের শীত নিবারণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App