×

সারাদেশ

আটক ৭৮ জেলে-নাবিকসহ বাংলাদেশি ২ ট্রলার ভারতের উড়িষ্যায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম

আটক ৭৮ জেলে-নাবিকসহ বাংলাদেশি ২ ট্রলার ভারতের উড়িষ্যায়

ছবি: সংগৃহীত

   

ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক ৭৮ জেলে-নাবিকসহ বাংলাদেশি দুটি মাছ ধরার ট্রলার উড়িষ্যার প্যারাদ্বীপ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে বাহিনীটির ভেরিফায়েড ফেসবুক পেজ ও এক্সে (সাবেক টুইটার) পৃথক  পোস্টে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ভারতের সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ ধরায় ৭৮ জেলেসহ দুটি বাংলাদেশি ফিশিং ট্রলার জব্দ করেছে ভারতীয় কোস্টগার্ড। আইনি ব্যবস্থা নিতে ট্রলার দুটি প্যারাদ্বীপে আনা হয়েছে। ওই পোস্টে তিনটি ছবিও জুড়ে দেয়া হয়েছে। এর মধ্যে একটি ছবিতে দেখা য়ায়,  ট্রলারের ওপর কয়েকজন নাবিক মাথার পেছনে হাত দিয়ে হাঁটু গেড়ে বসে আছেন। তাদের পেছনে সশস্ত্র অবস্থায় ভারতীয় কোস্ট গার্ডের সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন।

অন্যছবিতে দেখা যায়, সমুদ্রে ট্রলার দুটি নিয়ে যাওয়া হচ্ছে। অন্য ছবিতে দেখা গেছে, একটি ট্রলার জেটিতে ভেড়ানো আছে। ট্রলার দুটির মালিক প্রতিষ্ঠানের বক্তব্য, এফভি মেঘনা ৫ ও এফভি লায়লা ২ বাংলাদেশের জলসীমায় খুলনার হিরণ পয়েন্টে মাছ ধরছিল। ওই অবস্থায় সোমবার (৯ ডিসেম্বর) সকালে ভারতীয় কোস্টগার্ড জব্দ করে। এফভি মেঘনা ৫-এর মালিক প্রতিষ্ঠান সি অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড ও এফভি লায়লা ২-এর মালিক প্রতিষ্ঠান হলো এস আর ফিশিং লিমিটেড।

ট্রলার দুটি ফিরিয়ে আনার ব্যাপারে মালিক কর্তৃপক্ষ ইতোমধ্যে নৌপরিবহন অধিদপ্তরসহ বাংলাদেশের বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। সি অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন জানান, জব্দের সময় ট্রলার দুটি বাংলাদেশের জলসীমার কাছাকাছিই ছিল। তিনি আরো জানান, আমাদের ট্রলার এফবি মেঘনা ৫-এর মাস্টার রাহুল বিশ্বাস আমাদের আরেকটি ট্রলারের নাবিকদের সঙ্গে যোগাযোগ করেছেন।

তিনি জানিয়েছেন, নাবিকরা সবাই সুস্থ আছেন। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মাকসুদ আলম  মঙ্গলবার (১০ ডিসেম্বর) বলেছিলেন, ট্রলার দুটি ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তারা ভারতীয় কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ চালু রেখেছে। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App