×

সারাদেশ

শেখ হাসিনা ও আমুসহ ৩৯ জনের নামে দুই মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ পিএম

শেখ হাসিনা ও আমুসহ ৩৯ জনের নামে দুই মামলা

ছবি: সংগৃহীত

   

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিবা আমিনা আল গাজীর গাড়িবহর ও তার ওপর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় 

শেখ হাসিনা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটি থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।  ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় সময় জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিবা আমিনা আল গাজীর গাড়িবহর ও তার ওপর হামলা করা হয়েছিল। সেই  ঘটনায় এ মামলা। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে জিবা আমিনা আল গাজী বাদী হয়ে এজাহার দুটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে ১৩ ডিসেম্বর ঝালকাঠি শহরে ও ১৪ ডিসেম্বর নলছিটিতে বিএনপির স্থানীয় সংসদ সদস্য প্রার্থী জিবা আমিনা আল গাজীর গাড়িবহরে ও তার ওপর হামলা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে জিবা আমিনা আল গাজীসহ বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়। জিবা আমিনা আল গাজীর গাড়িটি ভাঙচুর করেন তারা। 

এ ঘটনায় হুকুমের আসামি করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম ও সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরকে আসামি করা হয়। এছাড়াও হামলায় সরাসরি অংশ নেয়া ৩৫ জনের নাম উল্লেখ করা হয় মামলায় । অজ্ঞাত আসামি রয়েছেন আরো শতাধিক।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ও নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম কর্মকর্তারা জানান, এজাহার পেয়েছি, এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App