সখীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সখীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম

ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের বেলতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে।
সোমবার (১৬ডিসেম্বর) সকালে বাবা-ছেলে অসুস্থ রোগীকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত হন। অন্যজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।
এদিন উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকায় সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, পার্শ্ববর্তী ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের সিংলাপাড়া থেকে দুজন মোটরসাইকেলে কালিহাতি যাওয়ার উদ্দেশে রওনা দেন। পরে বেলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ও পল্লী চিকিৎসক রমজান আলী নিহত হন। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের সিংলাপাড়া রুস্তম আলীর ছেলে।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জাকির হোসেন ভোরের কাগজের প্রতিনিধিকে জানান, এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।