ইজতেমায় মাওলানা জুবায়ের ও সাদ অনুসারীদে মধ্যে সংঘর্ষ, যা জানা গেলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম

পুরোনো ছবি
সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
এই সংঘর্ষের দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে জান যায়, ভিডিওটি আসলে ভুয়া।
রিউমর স্ক্যানার জানা যায়, ইজতেমার মাঠে সংঘর্ষের দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, এটি ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দু’পক্ষের সংঘর্ষের ভিডিও।
অনুসন্ধানের যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ০২ ডিসেম্বর ‘তাবলিগ জামাতের দু’পক্ষের বিরোধ থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ | Jamuna Tv’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদনের একটি অংশের ফুটেজের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য খুঁজে পায় রিউমর স্ক্যানার।