দুই কোটি টাকার ভারতীয় মোবাইলের ডিসপ্লে উদ্ধার

মো. সারুয়ার হাজারী
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম

ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রায় ২ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছেন কুমিল্লা সেক্টর সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর ৪টায় টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই মূল্য মানের মোবাইলের ডিসপ্লে উদ্ধার করা হয়।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার ভোর ৪ টার সময় টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চান্দুরা ইউনিয়নের চান্দুরা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে ওই মালামাল উদ্ধার করে।
এ সময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ৩,৬৫৪ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে ফেলে পালিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ১,৮২,৭০,০০০ টাকা বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে । উদ্ধারকৃত মোবাইল ফোনের ডিসপ্লে আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে ।