×

সারাদেশ

রাঙ্গামাটিতে ভিন্ন মাত্রায় উদযাপিত হচ্ছে বড়দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১০ এএম

রাঙ্গামাটিতে ভিন্ন মাত্রায় উদযাপিত হচ্ছে বড়দিন

ছবি : সংগৃহীত

   

যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিনের উৎসব চলছে সারাবিশ্বে। আর তারই ধারাবাহিকতায় পার্বত্যাঞ্চলের জনপদ রাঙ্গামাটিতে সাড়ম্বর ও  ভিন্ন মাত্রায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। বুধবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে সকালে শহরের আসামবস্তি নির্মলা মারিয়া গির্জার উদ্যোগে সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। 

রাঙ্গামাটির কেন্দ্রীয় গির্জা সেন্ট যোসেফ চার্চের প্রধান পুরোহিত ফাদার মাইকেল রায় বলেন, আজকের দিনটি আমাদের শিক্ষা দেয় আমরা যাতে চিন্তা চেতনায়, হৃদয়ে, মন-মানসিকতায় বড় হয়ে উঠতে পারি। আজকের দিনে আমরা দেশ জাতি ও সবার মঙ্গলের জন্য প্রার্থনা করি।

প্রার্থনায় অংশ নেন পাহাড়ের খ্রিস্টান ধর্মাবলম্বীসহ রাঙ্গামাটির বাইরে থেকে আসা অনেক খ্রিষ্টান পর্যটক। সমবেত প্রার্থনায় দেশ, জাতি ও সবার মঙ্গল কামনা করা হয়। প্রার্থনা শেষে কেক কেটে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়।

কুষ্টিয়া থেকে বেড়াতে আসা পর্যটক সুমিত মণ্ডল বলেন, আমরা রাঙ্গামাটিতে বেড়াতে এসেছিলাম। যেহেতু রাঙ্গামাটিতে খ্রিষ্টান কমিউনিটি কম তাই দুশ্চিন্তায় ছিলাম বড়দিনের প্রার্থনা কোথায় করবো। কিন্তু এখানে এসে প্রার্থনায় অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। সবাই খুব আপন করে নিয়েছে আমাদের। 

তার সহধর্মিণী সুমিত্রা মণ্ডল বলেন, বড়দিনে প্রার্থনা করাটাই মূল উদ্দেশ্য। প্রার্থনায় অংশ নিতে পেরে ভালো লাগছে। 

নির্মলা মারিয়া গির্জার কার্টিকিস্ট স্যামুয়েল আসাম বলেন, আমাদের প্রার্থনায় অনেক পূর্ণার্থীর সমাগম হয়েছে। আমাদের মূল গির্জার নির্মাণ কাজ চলমান থাকায় গির্জার পাশে অনুষ্ঠান আয়োজন করেছি। আগামী বছর থেকে আরো বড় পরিসরে বড়দিন উদযাপন করতে পারবো বলে আশা করি। 

সেন্ট ট্রিজার কনভেন্টের অধ্যক্ষ সিস্টার কাকলি রোজারিও বলেন, আজ আমাদের জন্য বিশেষ দিন। যুগে যুগে যে মহামানবের জন্ম হয়েছে তিনি প্রভু যিশু। বড়দিন উপলক্ষে আমরা আধ্যাত্মিক প্রস্তুতি নিয়েছি। বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন হবে। সবাই আনন্দ ও ভালোবাসায় আজকের দিনটি উদযাপন করবে। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই।

বড়দিন উদযাপনে পাহাড়ের খ্রিস্টান ধর্মাবলম্বীরা একে অপরের বাড়িতে গিয়ে নিজেদের মধ্যে বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App