বাকেরগঞ্জে নতুন পুলিশ সুপারের মতবিনিময় সভা

মোহসীন মোল্লা, (বাকেরগঞ্জ) বরিশাল
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ পিএম

ছবি : ভোরের কাগজ প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে স্থানীয়দের সঙ্গে নতুন পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনের মতবিনিময় সভা করেছেন। বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের সেন্ট আলফ্রেড স্কুল অ্যান্ড কলেজে বাকেরগঞ্জ থানা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা এডিশনাল এসপি (এডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. রেজোয়ান আহম্মেদ, এডিশনাল এসপি (ডিএসবি) মো. মাহিদুর রহমান, এডিশনাল এসপি (বাকেরগঞ্জ সার্কেল) মো. আলাউল হাসান ৷
আরো উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চুন্নু, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান প্রমুখ।